টেকনাফের শীর্ষ মাদক ব্যবসায়ী ঢাকায় আইসসহ আটক

ডেস্ক রিপোর্ট •

পল্লবী ও দক্ষিণখান এলাকা থেকে ৫ শ’ গ্রাম আইসসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ঢাকা মেট্রো কার্যালয় (উত্তর)।

গ্রেফতারকৃতদের মধ্যে টেকনাফের শীর্ষ মাদক ব্যবসায়ী নুরুল ইসলামও রয়েছে।

সোমবার (১৮ অক্টোবর) রাতে অধিদফতর থেকে জানানো হয়, গোপন সংবাদে আজ দুপুরের পর পল্লবী ও দক্ষিণখান থানা এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

এ সময় গ্রেফতারকৃতদের কাছ থেকে ক্রিস্টাল মেথ (আইস) বা ভয়ঙ্কর মাদক আইন জব্দ করা হয়। এসব মাদক রাজধানীর বিভিন্ন স্পটে সরবরাহ করা হতো।

অধিদফতরের উপ-পরিচালক মো. রাশেদুজ্জামান বলেন, সম্প্রতি বিপুল পরিমাণ আইস ও ইয়াবাসহ জামাই-শাশুড়িকে গ্রেফতার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যে গোয়েন্দা নজরদারি অব্যাহত ছিল।

তারই অংশ হিসেবে এই ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে মঙ্গলবার (১৯ অক্টোবর) সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

আরও খবর