বিশেষ প্রতিবেদক •
কক্সবাজারের মহেশখালীতে কালারমারছড়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আব্বাসের ছোটভাই মোহাম্মদ রুহুল কাদের (৩৫) এলোপাতাড়ি কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
সোমবার (১৮ অক্টোবর) রাত ১০ টার পর কালারমারছড়া বাজারের পূর্বপাশে ফকিরজুম পাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত রুহুল কাদের কালারমারছড়া ইউনিয়নের ফকিরজুম পাড়া গ্রামের মোহাম্মদের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেন মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হাই।
স্থানীয়রা জানান, কালারমারছড়া বাজারের উত্তর দিক থেকে একটি সিএনজি ফকিরজুমপাড়া প্রবেশ করে। অতর্কিতভাবে গাড়িতে থাকা ব্যক্তিরা রুহুল কাদেরকে প্রথমে ধারালো অস্ত্র দিয়ে কোপায় এবং পরে গুলি করে। এরপর ফাঁকা গুলি ছুঁড়তে ছুঁড়তে ওই এলাকা ত্যাগ করে সন্ত্রাসীরা। গুলির বিকট শব্দে বাজারে আগত লোকজন ও ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে দিকবিদিক ছুটে নিরাপদ স্থানে আশ্রয় নেন।
স্থানীয়রা উদ্ধার করে ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
রুহুল কাদের বঙ্গবন্ধু মানব কল্যাণ পরিষদ মহেশখালী উপজেলা কমিটির বর্তমান সভাপতি। এ ছাড়া তিনি সাবেক ইউনিয়ন যুবলীগের বিগত কমিটির সহসভাপতির দায়িত্বেও ছিলেন। তার বড় ভাই আব্বাস ইউনিয়ন যুবলীগের সম্পাদকের দায়িত্বে আছেন।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল হাই বলেন, ‘আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি। তবে কে বা কারা তাঁকে হত্যা করেছে সেটির অনুসন্ধান করছি। তবে পুলিশ এ বিষয়ে তদন্ত শুরু করেছেন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-