ইয়াবা নিয়ে স্বামীসহ নারী মেম্বার গ্রেফতার

ডেস্ক রিপোর্ট •

জয়পুরহাটে ইয়াবাসহ তানজিলা বেগম (৩৬) ও তার স্বামী আনোয়ার হোসেনকে (৪৫) আটক করেছে পুলিশ।

রোববার (১৭ অক্টোবর) ভোরে কালাই উপজেলার একডালা গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।

তানজিলা বেগম আহম্মেদাবাদ ইউনিয়নের সংরক্ষিত নারী ওয়ার্ডের সদস্য। স্বামী-স্ত্রী উপজেলার আহম্মেদাবাদ ইউনিয়নের একডালা গ্রামের বাসিন্দা।

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক বলেন, দীর্ঘদিন ধরে আহম্মেদাবাদ ইউনিয়নের সংরক্ষিত নারী ইউপি সদস্য ক্ষমতার দাপট দেখিয়ে স্বামী আনোয়ার হোসেনকে দিয়ে ইয়াবা বিক্রি করে আসছিলেন। এমন সংবাদের ভিত্তিতে একডালা এলাকায় অভিযান চালিয়ে ৫০ ইয়াবাসহ তাদের গ্রেফতার করা হয়।

তিনি আরও জানান, তানজিলা বেগমের বিরুদ্ধে দুটি ও আনোয়ার হোসেনের বিরুদ্ধে দুটি মাদক ও একটি জুয়ার মামলা বিচারাধীন।

আরও খবর