এক কোটি টাকার আইস-ইয়াবাসহ গ্রেফতার জামাই-শাশুড়ি কারাগারে

নিউজ ডেস্ক •

রাজধানীর ধানমন্ডি থেকে এক কোটি টাকার আইস-ইয়াবাসহ গ্রেফতার জামাই-শাশুড়িকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

শুক্রবার (১৫ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলাম তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

কারাগারে পাঠানো দুজন হলেন- শাশুড়ি আরাফা আক্তার ও মেয়ের জামাই রবিন।

এদিন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ধানমন্ডি থানায় দায়ের করা মামলায় এ দুই আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করে।

আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরেরর সাধারণ নিবন্ধন শাখা থেকে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, গত বৃহস্পতিবার (১৪ অক্টোবর) সকাল ১০টার পর ধানমন্ডি সার্কেল ইন্সপেক্টর মো. সাজেদুর রহমানের নেতৃত্বে ধানমন্ডি এলাকার একটি বাসায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় ওই বাসা থেকে আরাফা আক্তার ও তার মেয়ে জামাই রবিনকে আটক করা হয়।

এর আগে আরাফা খাতুনের স্বামীকে আইস মামলায় গ্রেফতার করা হয়। তিনি এখন কারাগারে আছেন।

আরও খবর