ইউএনও পারভেজ চৌধুরীর সাথে সাক্ষাৎ করলেন টেকনাফ পৌর প্রেসক্লাব

টেকনাফ অফিস :

টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পারভেজ চৌধুরীর সাথে সাক্ষাৎ করেছেন টেকনাফ পৌর প্রেসক্লাবের নেতৃবৃন্দরা।

আজ ১৫ অক্টোবর (শুক্রবার) সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিসারের বাসভবনে টেকনাফ পৌর প্রেসক্লাবের সভাপতি গিয়াস উদ্দিন ভুলু, সাধারণ সম্পাদক মোঃ শাহীন নেতৃত্বে, (ইউএনও) পারভেজ চৌধুরীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

এসময় উপস্থিত ছিলেন নবগঠিত টেকনাফ পৌর প্রেসক্লাবের উপদেষ্টা নুরুল হক, সভাপতি গিয়াস উদ্দিন ভুলু, সিনিয়র সহসভাপতি আব্দুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ শাহীন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শফি, অর্থ সম্পাদক মো. ইসলাম, দপ্তর সম্পাদক আবুল আলী, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. ইমন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ নোমান, সদস্য সামী জাবেদ, শাহ আলম, কায়সারুল হক জুয়েল, শফিকুর রহমান, ফরহাদ শরীফ প্রমুখ।

সৌজন্য সাক্ষাতকালে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। টেকনাফের উন্নয়ন নিয়ে প্রশ্নের জবাবে তিনি রাজনীতিবিদ, সরকারী কর্মকর্তা, সুশীল সমাজ, সর্বোপরি সাংবাদিকদের সার্বিক সহযোগিতা ব্যক্ত করেন। তিনি টেকনাফের সাংবাদিকদের সক্রিয় ভূমিকায় ভূয়শী প্রশংসা করেন।

আরও খবর