র‍্যাবের সাথে ‘বন্দুকযুদ্ধে’ আলমগীর ডাকাত নিহত

চট্টগ্রাম •


চট্টগ্রামের বাঁশখালীতে র‌্যাবের সঙ্গে ‌‘বন্দুকযুদ্ধে’ মো. আলমগীর (৪৫) নামের একব্যক্তি নিহত হয়েছেন। র‌্যাব জানিয়েছে- নিহত আলমগীর ডাকাতদলের সদস্য।

বুধবার (১৩ অক্টোবর) ভোরে উপজেলার গণ্ডামারা গ্রামে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। নিহত আলমগীরের বাড়ি বাঁশখালী উপজেলায়।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম র‍্যাবের সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবসার। তিনি জানান, র‌্যাবের একটি টিম গণ্ডামারা এলাকায় টহল দিচ্ছিল। আকস্মিকভাবে তাদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে কিছু দুর্বৃত্ত। আত্মরক্ষার্থে র‌্যাব সদস্যরাও গুলি ছোঁড়েন। পাল্টাপাল্টি গুলিবিনিময়ের পর ঘটনাস্থলে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। পরে তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত ব্যক্তিকে স্থানীয়রা মো. আলমগীর ওরফে আলম ডাকাত হিসেবে শনাক্ত করেছে।

তিনি আরও জানায়, ঘটনাস্থল থেকে চারটি বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র, দুটি রামদা, একটি ছুরি, ১১ রাউন্ড কার্তুজ ও দুই রাউন্ড খোসা উদ্ধার করা হয়েছে।

র‌্যাব জানায়, আলমগীরের বিরুদ্ধে বাঁশখালীসহ চট্টগ্রামের বিভিন্ন থানায় ডাকাতির অভিযোগে ৯টি মামলা আছে।

আরও খবর