ডেস্ক রিপোর্ট •
গাজীপুরের শ্রীপুরে মেয়েকে কোলে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন এক নারী। এ সময় গুরুতর আহত হয় তার শিশুটি।
বুধবার (১৩ অক্টোবর) সকাল ৭টার দিকে রেল সড়কের কাটাপুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আহত ও নিহতের পরিচয় জানা যায়নি।
স্থানীয়দের বরাত দিয়ে শ্রীপুর রেলওয়ে স্টেশন মাস্টার হারুণ অর রশিদ জানান, শ্রীপুর স্টেশন থেকে এক কিলোমিটার উত্তরে কাটাপুল এলাকায় ট্রেনের নিচে ঝাঁপ দেন ওই নারী। এতে তিনি মারা গেলেও কোলে থাকা কন্যা সন্তানের হাতে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে স্থানীয়রা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
এ বিষয়ে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মাহমুদা জানান, শিশুটিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। উন্নত চিকিৎসার জন্য ঢাকা অথবা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-