উখিয়ায় ইউপি নির্বাচনে নৌকা পেলেন যারা

আবদুল্লাহ আল আজিজ, কক্সবাজার জার্নাল •

সকল জল্পনা কল্পনা শেষে কক্সবাজারের উখিয়া উপজেলার ৫ ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড।

১২ অক্টোবর (মঙ্গলবার) রাতে মনোনয়ন বোর্ডের সভায় নৌকার মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।

মনোনীত প্রার্থীরা হলেন— উপজেলার হলদিয়াপালং ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান মোঃ শাহ আলম।

রাজাপালং ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী। রত্নাপালং ইউনিয়ন পরিষদে মনোনয়ন পেয়েছেন নুরুল হুদা। জালিয়াপালং ইউনিয়ন পরিষদে মনোনয়ন পেয়েছেন এস এম ছৈয়দ আলম। পালংখালী ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন এম. মনজুর আলম।

আওয়ামী লীগের মনোনীত এই ৫ প্রার্থী আগামী ১১ নভেম্বর নৌকা প্রতীকে চেয়ারম্যান পদে লড়বেন।

আজ ১২ অক্টোবর ২০২১ মঙ্গলবার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা এমপি’র সরকারি বাসভবন গণভবনে বাংলাদেশ আওয়ামী লীগ-এর স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের মূলতবি সভায় এদের নাম ঘোষণা করা হয়।

আরও খবর