নিজস্ব প্রতিবেদক •
কক্সবাজারের ঈদগাঁওয়ে লবণবোঝাই ট্রাক থেকে ইয়াবাসহ ছোটন নামে এক ব্যক্তিকে আটক করেছে ঈদগাঁও থানার পুলিশ।
রবিবার (১০ অক্টোবর) দুপুরে উপজেলার ইসলামপুর ইউনিয়নের নাপিতখালী বটতল এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেন ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবদুল হালিম। তিনি বলেন, ট্রাকচালক ও ট্রান্সপোর্ট কর্তৃপক্ষের তথ্যের ভিত্তিতে ইসলামপুর লবণ শিল্প এলাকা থেকে ছেড়ে আসা ট্রাকে অভিযান চালানো হয়। ট্রাকটি তল্লাশি করে ১ হাজার ৮৮৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় লবণশ্রমিক ছোটনকে আটক করা হয়েছে। ইয়াবা পাচারের সাথে কারা জড়িত তা খুঁজে বের করার চেষ্টা চলছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-