নিজস্ব প্রতিবেদক •
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযানে দেশীয় তৈরি ওয়ান শুটার গান, ১ রাউন্ড কার্তুজ ও ১২২ পিস ইয়াবাসহ ৫ রোহিঙ্গাকে আটক করেছে।
১০ অক্টোবর (রবিবার) বিকেল ৩টার দিকে এপিবিএন এবং উখিয়া থানা পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো তালিকাভূক্ত সন্ত্রাসী নুর কালাম, ওসমান, আক্তার হোসাইন এবং ওয়ারেন্টভুক্ত আসামী ফয়েজ ও মোঃ আবুল কালাম।
এবিপিএন সূত্রে জানা গেছে, আটক রোহিঙ্গারা ক্যাম্প এলাকায় সাধারণ রোহিঙ্গাদের ভয়-ভীতি প্রদর্শন, চাঁদাবাজি, অপহরণসহ বিভিন্ন ধরনের অপরাধের সাথে জড়িত এবং ওয়ারেন্টভুক্ত আসামি। পরে আটককৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনী পদক্ষেপ গ্রহনের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়।
উল্লেখ্য, ২৯ সেপ্টেম্বর রাতে সন্ত্রাসীদের গুলিতে রোহিঙ্গাদের শীর্ষদের নেতা মাষ্টার মুহিববুল্লাহ নিহতের পর থেকে ক্যাম্পে সাড়াশি অভিযান পরিচালনা করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ পর্যন্ত ২১জন আটক করা হয়েছে। তৎমধ্যে হত্যাকান্ডে জড়িত সন্দেহে ৫ জনের রিমান্ড মঞ্জুর করেছে বিজ্ঞ আদালত।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-