উখিয়ায় বিদেশি মদ ও বিয়ারসহ যুবক আটক

নিজস্ব প্রতিবেদক •

কক্সবাজার উখিয়ার বালুখালী এলাকায় অভিযান চালিয়ে ২৪ বোতল বিদেশী মদ ও ১৭৫ ক্যান বিয়ারসহ এক মাদক কারবারীকে আটক করেছে র‍্যাব-১৫।

১০ অক্টোবর (রবিবার) রাত আড়াইটার দিকে পালংখালীর উখিয়ারঘাটস্থ বালুখালী ব্রীজ এলাকা থেকে তাকে আটক করে র‌্যাব।

র‌্যাব-১৫ সিনিয়র সহকারী পরিচালক মিডিয়া এন্ড অপারেশন আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী এ তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের চৌকস অভিযানিক দল অভিযান পরিচালনা করলে ঘটনাস্থলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যাওয়ার প্রাক্কালে এক যুবককে আটক করা হয়। ওই সময় উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে ধৃত আসামীর হেফাজতে থাকা বস্তা তল্লাশী করে ২৪ টি বিদেশী মদের বোতল ও ১৭৫ ক্যান বিদেশী বিয়ার উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামীকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে উখিয়া থানায় হস্তান্তর করা হয় বলে জানিয়েছেন র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী।

আরও খবর