ডেস্ক রিপোর্ট •
রাজধানীর তেজগাঁওয়ে একটি বেসরকারি চ্যানেলের পাশের গলিতে একটি গাড়ির ভেতর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাস্থল ঘিরে রেখেছে তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ।
শনিবার (৯ অক্টোবর) রাতে খবর পেয়ে সেখানে ছুটে যায় পুলিশ। প্রাথমিকভাবে ওই ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি।
তেজগাঁও শিল্পাঞ্চল থানার ডিউটি অফিসার মো. জামশেদ আলী জাগো নিউজকে জানান, ঘটনাস্থলে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা রয়েছেন। একটি কালো একটি গাড়ির ভেতরে একজনের মরদেহ দেখা গেছে। বিস্তারিত কিছু জানা যায়নি।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-