ডেস্ক রিপোর্ট •
দ্বিতীয় ধাপের নির্বাচনে ঢাকা বিভাগের পাঁচ জেলাসহ খুলনা ও বরিশাল বিভাগের সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদগুলোয় (ইউপি) দলীয় চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা করেছে আওয়ামী লীগ। শুক্রবার বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে এক সভায় এ সিদ্ধান্ত হয়।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের মুলতবি সভায় এসব প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন এই মনোনয়ন বোর্ডের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-