নিজস্ব প্রতিবেদক •
কক্সবাজারের উখিয়ায় কুতুপালং এলকাসহ রোহিঙ্গা শিবিরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা) নামধারী পাঁচ রোহিঙ্গা সন্ত্রাসীকে গ্রেফতার করেছে ১৪ আমর্ড পুলিশ ব্যাটালিয়ান।
শুক্রবার (৮ অক্টেবর) রাতে এ অভিযান চালানো হয়।
গ্রেফতাররা হলেন, মৃত সুলতান মোহাম্মদের ছেলে মো. খালেদ হোসেন (৩৩), মৃত আমির হোসেনের ছেলে মাস্টার সৈয়দ আমিন (৩৮), আবুল খায়েরের ছেলে মো. শাকের (৩৫), নূর বসরের ছেলে মোহাম্মদ কলিম (১৮) ও মৃত মো. রশিদের ছেলে মো. ইলিয়াস (২২)।
কক্সবাজার ১৪ আমর্ড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক নাইমুল হক জানান,এসব দুর্বৃত্তরা দীর্ঘদিন ধরে রোহিঙ্গা ক্যাম্প এলাকায় তথাকথিত আরসা সংগঠনের নাম ব্যবহার করে চাঁদাবাজি, অপহরণসহ না অপরাধ সংঘঠিত করে আসছিল।
এমনকি পুলিশের ওপরও হামলা চালানোর অভিযোগ রয়েছে তাদের নামে।
তিনি জানান, শুক্রবার রাতে বিশেষ অভিযান চালিয়ে এ সব দুর্বৃত্তদের গ্রেফতার করা হয়।পরে আইনগত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য তাদেরকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-