চট্টগ্রাম •
চট্টগ্রামের বাকলিয়া থানাধীন কালামিয়া বাজার এলাকা থেকে ৩ হাজার ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতদের মধ্যে দু’জন স্বামী-স্ত্রী। বৃহস্পতিবার (৭ অক্টোবর) বিকেল ৪টার দিকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হল- মো. ওমর ফারুক প্রকাশ ফারুক হোসেন (২১), তার স্ত্রী তানিয়া আক্তার (২১) ও মো. সজীব (১৯)।
বিষয়টি নিশ্চিত করেছেন বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হক।
তিনি জানান, তিন হাজার ইয়াবা নিয়ে স্বামী-স্ত্রীসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বাকলিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-