কক্সবাজারে রিসোর্ট থেকে ১৪ তরুণ-তরুণী আটক

মুহিবুল্লাহ মুহিব •

কক্সবাজার শহরের হোটেল-মোটেল জোনের কয়েকটি রিসোর্ট থেকে অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে ১৪ তরুণ-তরুণীকে আটক করেছে ট্যুরিস্ট পুলিশ।

বৃহস্পতিবার (৭ অক্টোবর) রাত সাড়ে আটটার দিকে হোটেল-মোটেল জোন থেকে তাদের আটক করা হয়।

আটকদের মধ্যে, ৯ জন তরুণ ও ৫ জন তরুণী। যারা প্রত্যেকে অসমাজিক কাজে লিপ্ত ছিল।

বিষয়টি নিশ্চিত করে ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার জোনের অতিরিক্ত পুলিশ সুপার মো. মহিউদ্দিন বলেন, অভিযোগের ভিত্তিতে এসব কটেজে অভিযান পরিচালনা করা হয়। এসময় ৯ জন তরুণ ও ৫ জন তরুণীকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান ট্যুরিস্ট পুলিশের এ কর্মকর্তা।

আরও খবর