কক্সবাজার জার্নাল ডেস্ক:
করোনার প্রাদুর্ভাব ঠেকাতে বাংলাদেশসহ অনেক রাষ্ট্রকে লাল তালিকাভুক্ত করেছিল যুক্তরাজ্য। পরে লাল তালিকা থেকে সরিয়ে নিলেও বিভিন্ন বিধিনিষেধ জারি রাখে দেশটি।
ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাতে এনডিটিভি জানিয়েছে, নতুন এই সিদ্ধান্তের কারণে মানুষ আরও সহজেই অধিক সংখ্যক গন্তব্যে ভ্রমণ করতে পারবে।
তবে এখন ওইসব রাষ্ট্রের অবস্থা অনেকটাই স্বাভাবিক হয়ে এসেছে। ফলশ্রুতিতে বাংলাদেশসহ ৩২ দেশের ওপর জারি রাখা সেসব বিধিনিষেধ শিথিল করেছে ব্রিটিশ সরকার।
ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রুজও বলেছেন, এই পরিবর্তনগুলো ভ্রমণকে আরও সহজ করে তুলবে।
তিনি আরও বলেন, এবার পরিবার, প্রিয়জন ও বন্ধুদের সঙ্গে সহজেই দেখা করা সম্ভব হবে। আমরা মানুষকে নিরাপদ রাখার পাশাপাশি ঠিকঠাক ভারসাম্য বজায় রাখার চেষ্টা করছি। কারণ এটিই আমাদের অগ্রাধিকার।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, যেসব দেশ এখনো যুক্তরাজ্যের লাল তালিকায় আছে, সেখানে ব্রিটিশদের অত্যাবশ্যক প্রয়োজন ছাড়া ভ্রমণে না যেতে পরামর্শ দেয়া হয়েছে। বলা হয়েছে, ওসব দেশে ব্রিটিশদের জন্য ঝুঁকি খুব বেশি।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-