গাজী মোহাম্মদ আবু তাহের, মহেশখালী •
মহেশখালী পৌরসভার নবনির্বাচিত মেয়র, সংরক্ষিত আসনের কাউন্সিলর এবং সাধারণ আসনের কাউন্সিলরদের শপথ পড়ানো হয়েছে।
মঙ্গলবার (৫ অক্টোবর ) দুপুর সাড়ে ১২টায় চট্রগ্রাম সার্কিট হাউজ সম্মেলন কক্ষে মেয়র, সংরক্ষিত আসনের কাউন্সিলর এবং সাধারণ আসনের কাউন্সিলরদের শপথ বাক্য পাঠ করান চট্রগ্রামের বিভাগীয় কমিশনার মোঃ কামরুল হাসান এনডিসি।
শপথ গ্রহণ শেষে মহেশখালী পৌরসভার মেয়র আলহাজ পৌরবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, মহেশখালী পৌরসভাকে একটি আধুনিক পৌরসভা গঠনে আপনাদের নির্বাচিত প্রতিনিধি হিসেবে কাজ করে যাব ৷
উল্লেখ্য, গত ২০ সেপ্টেম্বর মহেশখালী পৌরসভায় ইভিএম পদ্ধতিতেএক অবাধ সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী আলহাজ্ব মকছুদ মিয়া ৭ হাজার ৭ ভোট পেয়ে ৩য় বারের মতো মেয়র নির্বাচিত হয়েছেন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-