আন্দোলনের নামে সহিংসতা করলে প্রতিহত করা হবে

কক্সবাজার জার্নাল ডেস্ক:

ফাইল ছবি

কেউ যদি আন্দোলনের নামে সহিংসতা করতে চায় তবে জনগণকে নিয়ে প্রতিহত করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

এ সময় নির্বাচন নিয়ে মন্ত্রী বলেন, কোনো নির্বাচন নির্বাচন খেলা হবে না, নির্বাচন নির্বাচনের মতই হবে। পৃথিবী অন্যান্য গণতান্ত্রিক দেশে যেভাবে নির্বাচন হয় সেভাবেই বাংলাদেশে নির্বাচন হবে বলেও জানান তিনি।

মঙ্গলবার (৫ অক্টোবর) সকালে সাভারের ২য় আমিনবাজার সেতুর কাজ পরিদর্শনে এসে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

আমিনবাজারে ৮ লেনে ২৩২.৯৪ মিটার দৈর্ঘ্য ২য় সেতুর প্রায় ২৫ শতাংশ কাজ শেষ হয়েছে। গত ফেব্রুয়ারি সেতুর নির্মাণ কাজ শুরু হয়, যা আগামী বছরের ফেব্রুয়ারি মাসে শেষ হওয়ার কথা রয়েছে

আরও খবর