টেকনাফে তিন কোটি ১২ লাখ টাকার ইয়াবাসহ ছদ্মবেশী ৫ জেলে আটক

গিয়াস উদ্দিন ভুলু,ককক্সবাজার জার্নাল •


টেকনাফ ২ বিজিবি সদস্যরা পৃথক দুটি অভিযান পরিচালনা করে তিন কোটি ১২ লাখ টাকা মুল্যের ১ লাখ ৪ হাজার ইয়াবা উদ্ধার করেছে। এসময় সাগর ও নদীতে মাছ শিকার করার আড়ালে মাদক পাচারে জড়িত ৫ জনকে আটক করতে সক্ষম হয়েছে বিজিবি।

বিজিবির পাঠানো প্রেস বার্তা সূত্রে জানা যায়, বিজিবি গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে মিয়ানমার থেকে পাচার করে নিয়ে আসা ফিশিং ট্রলার যোগে একটি ইয়াবার চালান শাহপরীর দ্বীপ নাফনদী সীমান্ত এলাকা দিয়ে প্রবেশ করবে।

উক্ত সংবাদের তথ্য অনুযায়ী শাহপরীর দ্বীপ বিওপিতে কর্মরত বিজিবি সদস্যদের একটি দল ৪ অক্টোবর (সোমবার) বিকালের দিকে অভিযানে যায়।

এরপর সন্দেহভাজন একটি ফিশিং ট্রলারে তল্লাশী কার্যক্রম শুরু করে। পরবর্তীতে ট্রলারে থাকা ৫ জেলেকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করে তারা এক পর্যায়ে স্বীকার করে ট্রলারে থাকা তেলের ট্যাংকের ভিতর অভিনব কায়দায় লুকিয়ে রাখা ২ কোটি,৭০ হাজার টাকা মুল্যের ৯০ হাজার ইয়াবা উদ্ধার করে এবং ৫ জেলেকে আটক করা হয়।

আটক ৫ ব্যাক্তি হচ্ছে, শাহপরীর দ্বীপ মাঝরপাড়া এলাকার মৃত শাহ আলম’র পুত্র মো.সামছুল আলম(২৫), উত্তরপাড়া এলাকার মো. হাছন’র পুত্র মো.আক্তার হোসেন(৩৫), হাজিপাড়া এলাকার কালা মিয়ার পুত্র মো.হোসেন(২৮), হ্নীলা মোচনী ২৬নং রোহিঙ্গা ক্যাম্পের মৃত আহাম্মদ হোসেন’র পুত্র মো. জমির হোসেন(৫০), বালুখালী ১৮নং রোহিঙ্গা ক্যাম্পের মৃত বশির আহাম্মদ’র পুত্র মো. কেফায়েতুল্লাহ(৩০)।

অপর দিকে একই দিন টেকনাফ দমদমিয়া বিজিবি চেকপোস্টে কর্মরত সদস্যরা হ্নীলাগামী একটি মটর বাইকের তেলের ট্যাংকির ভিতর থেকে ৪২ লাখ টাকা মুল্যের ১৪ হাজার ইয়াবা উদ্ধার করে এবং বাইকটি জব্দ করে। তবে এই তল্লাশী অভিযানটি চলাকালীন সময়ে মটর সাইকেল আরোহি মাদক কারবারী বিজিবির চোঁখ ফাঁকি দিয়ে কৌশলে পার্শ্ববর্তী পাহাড়ের দিকে দৌড়ে পালিয়ে গেছে বলে জানায় বিজিবি।

অভিযান দুটির সত্যতা নিশ্চিত করেছেন টেকনাফ ২ বিজিবি অধিনায়ক লে: কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খান (বিজিবিএম -পিএসসি) তিনি বলেন, ইয়াবাসহ আটক ৫ মাদক পাচারকারীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করার জন্য টেকনাফ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

মাদক পাচার প্রতিরোধে বিজিবির চলমান এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

আরও খবর