৪ দিনের ব্যবধানে ভেসে উঠলো আরও একটি মৃত ডলফিন

কক্সবাজার জার্নাল ডেস্ক:
চার দিনের ব্যবধানে প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা থেকে আরেকটি মৃত ডলফিন উদ্ধার করেছে সদরঘাট নৌথানা পুলিশ। সোমবার (৪ অক্টোবর) বেলা ১১টায় হাটহাজারী থানাধীন হালদা নদীর রামদাস মুন্সীর হাট এলাকা থেকে ডলফিনটি উদ্ধার করা হয়।

এর আগে, ৩০ সেপ্টেম্বর হালদা নদী থেকে আরেকটি ডলফিন উদ্ধার করা হয়। ওইদিন নৌথানা পুলিশ ডলফিনটি উদ্ধার করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক মনজুরুল কিবরিয়ার কাছে হস্তান্তর করা হয়।

সদরঘাট নৌথানা পুলিশের ওসি এ বি এম মিজানুর রহমান বলেন, ‘ডলফিনটি মরে নদীতে ভেসে উঠলে স্থানীয়রা দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে আমাদের একটি টিম ঘটনাস্থলে গিয়ে বেলা ১১টার দিকে এটি উদ্ধার করে। ডলফিনটি পচে যাওয়ায় সংশ্লিষ্ট সবাইকে জানিয়ে মাটিচাপা দেওয়া হয়েছে।’

সূত্র: বাংলা ট্রিবিউন

আরও খবর