টেকনাফে কাশিমের স্ত্রীর কাছে পাওয়া গেলো ইয়াবা

টেকনাফ অফিস •

টেকনাফের হোয়াইক্যং কম্বনিয়া পাড়ার সংঘবদ্ধ মাদক কারবারী চক্রের মাদকের চালান বহন করতে গিয়েই ফাতেমা নামে এক মাদক বহনকারী আটক হয়েছে।

সূত্র জানায়, গত ৩ অক্টোবর বিকাল পৌনে ৫টারদিকে কক্সবাজার র‌্যাব-১৫ এর চৌকষ একটি আভিয়ানিক দল মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের সংবাদ পেয়ে খারাংখালী-কম্বনিয়া পাড়া সড়কে অভিযানে যায়। এসময় হাতে থাকা একটি শপিং ব্যাগসহ একজন মহিলাকে সন্দেহজনক অবস্থায় দেখা যায়। পরে মহিলা দিয়ে হাতে থাকা শপিং ব্যাগ তল্লাশী করে ৪হাজার ৩শ পিস ইয়াবাসহ কম্বনিয়া পাড়ার আবুল কাশিমের স্ত্রী ফাতেমা (৪০) কে আটক করে।

কক্সবাজার র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া এন্ড অপারেশন্স) সিনিয়র এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান,এই ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর জব্দকৃত ইয়াবাসহ ধৃত মহিলা মাদক কারবারীকে টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে।

আরও খবর