টেকনাফে ঘরে ফেরার পথে ইজিবাইকের ধাক্কায় মাদ্রাসার ছাত্র নিহত

টেকনাফ অফিস •

কক্সবাজারের টেকনাফে ইজিবাইকের ধাক্কায় আশরাফ ইয়াসিন (৪) নামে একজন মাদ্রাসার শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

সে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের বিজিবির তল্লাশি চৌকি এলাকায় বাসিন্দা মানিক মিয়া ছেলে ও বিজিবির তল্লাশি চৌকির হেফাজতখানার প্রথম শ্রেণীর ছাত্র ছিলেন।

আজ রোববার বিকেলে ৫টার দিকে টেকনাফ -কক্সাবাজার আঞ্চলিক সড়কের বিজিবির তল্লাশি চৌকি এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।

এ তথ্যটি নিশ্চিত করেছেন হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর আহমদ আনোয়ারী।

তিনি বলেন, আজ রোববার বিকেলে মাদ্রাসা থেকে ঘরে ফেরার পথে টেকনাফ-কক্সাবাজার আঞ্চলিক সড়কের বিজিবির তল্লাশি চৌকি এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ইজিবাইকটি আশরাফ ইয়াসিনকে ধাক্কা দিলে সে ছিটকে পড়ে মারাত্মক আহত হয়।

পরে তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের নেওয়ার পথে সে মারা যান। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আরও খবর