ফারুক আহমদ, উখিয়া •
উখিয়ার ৫টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে প্রার্থী হওয়ার জন্য ২৪ জন সম্ভাব্য নেতা কর্মী জেলা আওয়ামী লীগ ও সাংগঠনিক টিমের নিকট সাক্ষাৎ দিয়েছেন ।
রবিবার ৩ অক্টোবর সকাল থেকে বিকাল পর্যন্ত জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ সাক্ষাৎকার গ্রহণ করেন।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে আগামী ১৭ অক্টোবর মনোনয়ন পত্র গ্রহন, ২০ অক্টোবর মনোনয়ন পত্র বাছাই ২৬ অক্টোবর মনোনয়ন পত্র প্রত্যাহার ও ১১ নভেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে।
দলীয় নেতা-কর্মীদের সাথে কথা বলে জানা গেছে , ৩ নম্বর হলদিয়া পালং ইউনিয়নে নৌকার প্রতীকের জন্য সাক্ষাৎ দিয়েছেন ইমরুল কায়েস চৌধুরী , অধ্যক্ষ শাহ আলম (বর্তমান চেয়ারম্যান ) সাবেক চেয়ারম্যান কামাল উদ্দিন মিন্টু গিয়াস উদ্দিন চৌধুরী ও সাংবাদিক রাসেল চৌধুরী , ২ নম্বর রত্নাপালং ইউনিয়নে আদিল উদ্দিন চৌধুরী , নুরুল হুদা আসহাব উদ্দিন ও ইমাম হোসেন, ১ নম্বর জালিয়াপালং ইউনিয়নের এসএম সৈয়দ আলম এডভোকেট রুহুল আমিন চৌধুরী রাশেল মিজানুর রহমান চৌধুরী শহীদুল্লাহ কায়সার ও আবুল কাশেম বাবুল, ৪ নম্বর রাজাপালং ইউনিয়নে জাহাঙ্গীর কবির চৌধুরী ( বর্তমান চেয়ারম্যান) মুক্তিযোদ্বা জাফর আলম চৌধুরী , মকবুল হোসাইন মিথুন ও মোকতার চৌধুরী ৫ নম্বর পালংখালী ইউনিয়নে শাহাদাত হোসেন জুয়েল , আলী আহমদ , এম এ মনজুর এডভোকেট জমির উদ্দিন , ফজল কাদের ভুট্টু ও ইব্রাহিম আজাদ।
নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে সাক্ষাৎকারে জেলা আওয়ামী লীগ সভাপতি ( ভারপ্রাপ্ত) এডভোকেট ফরিদুল আলম চৌধূরী , সাধারণ সম্পাদক মেয়র মজিবুর রহমান উখিয়া টেকনাফের সাংগঠনিক টিম লিডার শাহ আলম চৌধুরী রাজা, রনজিত বড়ুয়া ও সাংগঠনিক সম্পাদক মাহবুবর রহমান উপস্থিত ছিলেন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-