কক্সবাজার জার্নাল ডেস্ক:
বগুড়ার ধুনট উপজেলায় মাদরাসার টয়লেট থেকে এক তরুণ এবং ওই মাদরাসার এক ছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। প্রেমের সম্পর্ক থাকা ওই যুগল টয়লেটে ঢুকলে স্থানীয়রা টের পেয়ে বাইরে থেকে দরজায় তালা ঝুলিয়ে দেয়। পরে ওই তরুণ ৯৯৯-এ ফোন করলে থানা পুলিশ তাদের সেখান থেকে উদ্ধার করে।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা জানান, উপজেলার বিলচাপড়ি দাখিল মাদরাসার দশম শ্রেণির ওই ছাত্রীর সঙ্গে স্থানীয় তরুণ ঢাকায় কর্মরত পোশাক কর্মী সোহাগ হোসেনের প্রেমের সম্পর্ক রয়েছে। রোববার সোহাগ মাদরাসায় তার প্রেমিকার সঙ্গে দেখা করতে যায়। একপর্যায়ে তারা দুজনে মাদরাসার একটি টয়লেটে প্রবেশ করে। স্থানীয়রা বিষয়টি টের পেয়ে বাইরে থেকে টয়লেটের দরজায় তালা ঝুলিয়ে দেন। খবর পেয়ে পুলিশ তাদের উদ্ধার করে।
পরে উপজেলা সমাজসেবা কর্মকর্তার মুচলেকায় তাদের থানা থেকে ছেড়ে দেয়া হয়।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-