তোফায়েল আহমদ, কালেরকন্ঠ •
মিয়ানমার থেকে ইয়াবার সঙ্গে ক্রিস্টাল ম্যাথ বা আইস পাচার বেড়েছে। বান্দরবানের নাইক্ষ্যংছড়ি এবং কক্সবাজারের উখিয়া ও টেকনাফ সীমান্ত দিয়ে ঢুকছে ইয়াবা ও আইসের চালান।
আবার সাগরপথে মাছ ধরার ট্রলারে করেও আসছে বিরামহীন গতিতে। বর্তমানে বেড়ে যাওয়া আইসের কারবারে রোহিঙ্গাদের বেশি ব্যবহার করা হচ্ছে। রোহিঙ্গা শিবির ঘিরেও সক্রিয় কারবারিরা।
আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, গত এক মাসেই অন্তত ২০ লাখ ইয়াবা এবং প্রায় সাত কেজি আইস উদ্ধার করা হয়েছে সীমান্তে। শুরুতে গ্রাম হিসাবে আইস আনা হলেও এখন কেজিতে পাচার হচ্ছে। পাচার হওয়া আইসের সবচেয়ে বড় বাজার ঢাকায়।
সর্বশেষ শুক্রবার টেকনাফ সীমান্তে র্যাব-১৫-এর সদস্যরা একজন রোহিঙ্গাকে তিন কেজি আইসসহ গ্রেপ্তার করেছেন।
গত সপ্তাহে টেকনাফের বিজিবি-২ ব্যাটালিয়নের সদস্যরা উদ্ধার করেছেন দুই কেজি আইস। এর দুই সপ্তাহ আগে টেকনাফের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) কর্মকর্তারা দুই দফায় দুই কেজি এবং ৬৫ গ্রাম আইস উদ্ধার করেন।
গত এক সপ্তাহেই র্যাব সদস্যরা বঙ্গোপসাগরে পৃথক দুটি মাছ ধরার ট্রলার থেকে প্রায় ১০ লাখ ইয়াবাসহ ১২ পাচারকারীকে আটক করেছেন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-