গিয়াস উদ্দিন ভুলু,কক্সবাজার জার্নাল •
টেকনাফ ২ বিজিবি সদস্যরা সদর ইউপি বরইতলী এলাকার মাদক কারবারী হাসেমকে আটক করেছে।
এসময় আটক আসামীর স্বীকারোক্তি অনুযায়ী তার বসতবাড়ীর পিছনে মওজুদ করে রাখা ২০ হাজার ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয় বিজিবি।
২ অক্টোবর (শনিবার) বিকালে বিজিবির পাঠানো প্রেস বার্তা
সূত্রে জানাযায়,গত ১লা অক্টোবর (শুক্রবার) রাত সাড়ে ৯ টার দিকে টেকনাফ ২ বিজিবির আওয়তাদ্বীন সদর বিওপিতে কর্মরত সদস্যরা গোপন সংবাদে জানতে পারে মিয়ানমার হতে পাচার করে নিয়ে আসা মওজুদ করে রাখা মাদকের চালান বরইতলী এলাকা দিয়ে পাচার হবে। উক্ত সংবাদের তথ্য অনুযায়ী, বিজিবি সদস্যরা বরইতলী প্রধান সড়ক সংলগ্ন এলাকায় কৌশলী অবস্থান নেয়।
এরপর সন্দেহভাজন এক ব্যক্তি ঐ এলাকায় ঘুরাফিরা করতে দেখে তাকে আটক করে এবং তাকে জিজ্ঞাসাবাদ করলে তার বাড়িতে ইয়াবা মওজুদ আছে বলে স্বীকার করে।
এরপর অভিযানিক দল তার বসত-বাড়ির বাথরুমের পেছন থেকে ২০ হাজার ইয়াবা উদ্ধার করে।
আটক হাসেম হচ্ছে, সদর ইউপি বরইতলী এলাকার মো. নুর আলম’র পুত্র মো.হাশেম (২০)।
অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন টেকনাফ ২ বিজিবি অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খান (বিজিবিএম, পিএসসি)।
আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-