টেকনাফ অফিস •
রোহিঙ্গাদের অপহরণ করে মুক্তিপণ আদায় করত তারা
কক্সবাজারের টেকনাফে হ্নীলা জাদিমুড়া ক্যাম্প থেকে অপহরণ চক্রের তিন রোহিঙ্গা সদস্যকে আটক করা হয়েছে।
শুক্রবার (১ অক্টোবর) ভোরে জাদিমুড়া ক্যাম্প-২৭ থেকে তাদের আটক করে এপিবিএন সদস্যরা।
আটক রোহিঙ্গারা হলেন- উখিয়া মধুরছড়া ক্যাম্প-৩, ব্লক- ডি/১৫-এর রহিম উল্লাহর ছেলে শওকত উল্লাহ (২৩), কুতুপালং ক্যাম্প-৪ (এক্স) মাঠ, ব্লক- বি/১-এর লোকমান হাকিমের ছেলে হোসেন সাদেক (২০) ও টেকনাফ জাদিমুড়া ক্যাম্প-২৭, ব্লক- বি/১-এর মোহাম্মদের ছেলে কামাল (২০)।
কক্সবাজার ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন অধিনায়ক (এসপি) তারিকুল ইসলাম বলেন, শুক্রবার ভোরে টেকনাফের জাদিমুড়া ক্যাম্প-২৭-এ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পরে তাদের মোবাইল ফোন দেখে তা থেকে জানা গেছে, তারা বিভিন্ন ক্যাম্পে সাধারণ রোহিঙ্গাদের অপহরণ, মুক্তিপণ দাবি, পাহাড়ি সন্ত্রাসীদের সঙ্গে যোগসাজশ, ইয়াবা ব্যবসায় সম্পৃক্ত ও বিভিন্ন নাশকতা কর্মকাণ্ডে জড়িত রয়েছে।
তিনি আরও জানান, আটক রোহিঙ্গাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে টেকনাফ মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-