উখিয়ায় অস্ত্রসহ যুবক আটক

নিজস্ব প্রতিবেদক •

কক্সবাজারের উখিয়ায় দেশীয় তৈরি শুটারগান ও ৩টি বারো বোর কার্তুজসহ এক যুবককে আটক করেছে থানা পুলিশ।

পহেলা অক্টোবর (শুক্রবার) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক যুবক উপজেলার রত্নাপালং ইউনিয়নের ভালুকিয়া তুলাতলী গ্রামের জাহেদ উদ্দিন ভুলুর ছেলে আনিস প্রকাশ সাজেন (৩০)।

বিষয়টি নিশ্চিত করেছেন, উখিয়া থানা অফিসার ইনচার্জ আহমেদ সনজুর মোরশেদ।

তিনি জানান, গোপন সংবাদ পেয়ে উখিয়া থানা পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে অস্ত্রসহ আনিস নামের এক যুবককে আটক করা হয়।

আটক আসামীর বিরুদ্ধে উখিয়া থানায় সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে আদালতে পাঠানো হবে।

আরও খবর