বান্দরবানে ১৫ কোটি টাকার ইয়াবাসহ দুই যুবক আটক

বান্দরবান প্রতিনিধি •


বান্দরবানের আলীকদমে ১৫ কোটি টাকা মূল্যের ৪ লাখ ৯৫ হাজার ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে র‌্যাব।

শুক্রবার (১ অক্টোবর) ভোর ৫টায় র‌্যাব-৭ অভিযান পরিচালনা করলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে তাদের আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাবের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার।

আটককৃতরা হলেন: বান্দরবান আলীকদমের উত্তর পালং পাড়ার হাজী কবির আহাম্মদের ছেলে মো. মনির (২৩) ও একই এলাকার দ্বীন মোহাম্মদের ছেলে মো. সাইফুল ইসলাম (১৯)।

আটককৃত আসামি ও উদ্ধারকৃত মাদক সংক্রান্ত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বান্দরবান পার্বত্য জেলার আলীকদম থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে।

আরও খবর