বান্দরবান প্রতিনিধি •
বান্দরবানের আলীকদমে ১৫ কোটি টাকা মূল্যের ৪ লাখ ৯৫ হাজার ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে র্যাব।
শুক্রবার (১ অক্টোবর) ভোর ৫টায় র্যাব-৭ অভিযান পরিচালনা করলে র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে তাদের আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাবের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার।
আটককৃতরা হলেন: বান্দরবান আলীকদমের উত্তর পালং পাড়ার হাজী কবির আহাম্মদের ছেলে মো. মনির (২৩) ও একই এলাকার দ্বীন মোহাম্মদের ছেলে মো. সাইফুল ইসলাম (১৯)।
আটককৃত আসামি ও উদ্ধারকৃত মাদক সংক্রান্ত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বান্দরবান পার্বত্য জেলার আলীকদম থানায় হস্তান্তর করা হয়েছে বলে র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-