চট্টগ্রাম •
চট্টগ্রামের মীরসরাইয়ে নতুন মাদক আইসসহ এক তরুণীকে আটক করেছে জোরারগঞ্জ থানা পুলিশ।
শুক্রবার বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জোরারগঞ্জ থানার মধ্যম সোনাপাহাড় এলাকার আমিনের বাড়ির সামনে থেকে তাকে আটক করা হয়।
আটককৃত তরুণী মানিকগঞ্জ জেলার সিঙ্গাইর উপজেলার ধল্লা ইউপির লক্ষ্মীপুর গ্রামের মিন্টু মিয়ার মেয়ে নুসরাত ফাতেমা। উদ্ধারকৃত মাদকের পরিমাণ (ক্রিস্টাল মিথাইল এমফিটামিন যুক্ত) ৯৫ গ্রাম। যার আনুমানিক মূল্য ৪৭ লাখ ৫০ হাজার টাকা।
জোরারগঞ্জ থানার এসআই সাইফুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাসকে থামান সঙ্গীয় ফোর্স নিয়ে এসআই মো. জাফর উল্লাহ ও এএসআই এনামুল। এ সময় সন্দেহ ভাজন ঐ তরুণীর শরীর নারী পুলিশ দ্বারা তল্লাশী করলে সাদা পলিথিনে মোড়ানো তরুণীর বুকের ভেতর লুকানো মাদক উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, চট্টগ্রাম থেকে এগুলো ঢাকায় নিয়ে যাচ্ছিল। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-