রেজুরকুল তরুণ প্রজন্ম ক্রীড়া সংঘ’র নতুন কমিটি গঠিত

সাজন বড়ুয়া সাজু •

শিক্ষা,শান্তি,ক্রীড়া প্রগতি এর ধারক বাহক,উখিয়া উপজেলার ঐতিহ্যবাহী ক্রীড়া ও সামাজিক সংগঠন রেজুরকুল তরুণ প্রজন্ম ক্রীড়া সংঘ কর্তৃক নতুন কার্যকরী কমিটি অনুমোদন,সম্মাননা স্বারক প্রদান ও আলোচনা সভা সম্পন্ন হয়েছে।

আজ শুক্রবার বিকাল ৩টায় অত্র সংগঠনের সাবেক সাংগঠনিক সম্পাদক বাবু বিজন বড়ুয়ার সঞ্চালনায় এবং আহবায়ক কমিটির সদস্য-সচিব সাজন বড়ুয়া সাজুর সভাপতিত্বে এই অনুষ্ঠান শুরু হয়।এতে উদ্ভোধনী বক্তব্য রাখেন অত্র সংগঠনের প্রতিষ্ঠাকালীন সভাপতি বাবু কানন বড়ুয়া, শুভেচ্ছা বক্তব্য রাখেন দীপক বড়ুয়া,প্রধান অতিথির বক্তব্য রাখেন উখিয়া কলেজের অধ্যাপক শাহ আলম,এছাড়া বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউপি সদস্য নুরুল কবির, জাপান ভিত্তিক বৌদ্ধধর্মীয় সংগঠন আর.কে.কে এর উখিয়ার চ্যাপ্টার হেড বাবুল বড়ুয়া,অত্র ওয়ার্ডের সাবেক মহিলা ইউ.পি সদস্য রোকসানা বেগম, শিক্ষক মিলন বড়ুয়া সমাজ সেবক মো: সোহেল বিএ,মীর কাশেম ভূট্টো, মিন্টু বড়ুয়া,রুবেল বড়ুয়া,তপন বড়ুয়া ও শামীম উদ্দিন।

পরে সবার উপস্থিতিতে সূচনালগ্ন থেকে সংগঠনের গতিশীলতা বৃদ্ধি ও ক্রীড়া, সামাজিক কাজে অবদান রাখায় অত্র সংগঠনের উপদেষ্টা সোহেল বড়ুয়া বাপ্প,সাবেক সভাপতি কানন বড়ুয়া, সাবেক সহ-সভাপতি প্রনব এবং রিজেন বড়ুয়াকে সম্মাননা প্রদান করে এবং তাদের উপদেষ্টা করে ও ৭১ জন বিশিষ্ট কার্যকরী কমিটি অনুমোদন দেয়া হয়।

আরও খবর