টেকনাফে সৈকতে গোসল করতে নেমে শিশুর মৃত্যু

গিয়াস উদ্দিন ভুলু, কক্সবাজার জার্নাল •


টেকনাফে সহপাঠিদের সাথে ফুটবল খেলা শেষ করে সমুদ্রে গোসল করতে নেমে আরাফাত নামে ১২ বছর বয়সি এক শিশুর করুন মৃত্যু হয়েছে।

উক্ত ঘটনায় শাহীন নামে অপর এক শিশু মূমূর্ষ অবস্থায় টেকনাফ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

১ লা অক্টোবর (শুক্রবার) সকাল সাড়ে ১০টায় টেকনাফের সাবরাং ইউপি সংলগ্ন মেরিন ড্রাইভ জিরো পয়েন্ট সমুদ্র সৈকত এলাকায় এ ঘটনা ঘটে।

জানাযায়, শুক্রবার সকালে টেকনাফের সাবরাং পুরান পাড়ার মুহিব উল্লাহর শিশুপুত্র আরাফাত বন্ধুদের সাথে সাগরের পানিতে গোসল করতে নামে। এ সময় ভাটার টানে ডুবে যায় আরফাত ও তার বন্ধু মো. শাহীন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে মুমূর্ষু অবস্থায় তাদেরকে উদ্ধার করে। পরে আরাফাত মৃত্যুর কোলে ঢলে পড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ১৫-২০ জন বন্ধুসহ সৈকতের বালিয়াড়িতে ফুটবল খেলার পর সমুদ্রে গোসল করতে নামে। এ সময় হঠাৎ আরফাতসহ দুজন পানিতে ডুবে যায়। পরবর্তীতে ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে টেকনাফ হাসপাতালে নিয়ে আসে। সেখানে আরফাতকে মৃত ঘোষনা করে চিকিৎসক।

আরও খবর