উখিয়ায় এক লাখ ইয়াবাসহ মাদক কারবারি মনিয়া আটক, পলাতক বকতার

আবদুল্লাহ আল আজিজ, কক্সবাজার জার্নাল •

কক্সবাজারের উখিয়া থেকে ১ লক্ষ পিস ইয়াবাসহ এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে র্যাব-১৫।

১লা অক্টোবর (শুক্রবার) বিকেল ৫টার দিকে উপজেলার বালুখালী ময়নারঘোনা এলাকা থেকে তাকে আটক করা হয়।

র‍্যাব-১৫ সিনিয়র সহকারী পরিচালক মিডিয়া এন্ড অপারেশন আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী এ তথ্য নিশ্চিত করে কক্সবাজার জার্নালকে জানান, গােপন সংবাদের ভিত্তিতে র‍্যাব জানতে পারে টেকনাফ থেকে গাড়িযোগে ইয়াবার একটি বিশাল চালান আসছে। উক্ত সংবাদের ভিত্তিতে র‍্যাবের চৌকস আভিযানিক দল উপজেলার ময়নারঘােনা ১১নং রােহিঙ্গা ক্যাম্পের সিআইসি অফিস সংলগ্ন এলাকায় চেকপােস্ট স্থাপন করে তল্লাশী অভিযান শুরু করে।

তল্লাশীর একপর্যায়ে টেকনাফের দিক হতে একটি অটোরিক্সা চেকপােস্টের কাছে আসলে র্যাব সদস্যগণ অটোরিক্সাটিকে থামার সংকেত দিলে অটোরিক্সাটি থামিয়ে অটোরিক্সা হতে দুইজন ব্যক্তি দৌড়ে পালিয়ে যাওয়ার প্রাক্কালে একজনকে আটক করতে সক্ষম হলেও অন্যজন কৌশলে পালিয়ে যায়। পরবর্তীতে ধৃত আসামির ব্যাগ তল্লাশি করে ১ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আটককৃত মাদক কারবারি হলেন, উপজেলার উত্তর রহমতের বিল এলাকার মৃত কালু মিয়ার পুত্র আবদুর রহিম প্রকাশ কালা মনিয়া এবং পলাতক আসামি হলেন একই এলাকার মৃত সুলতান আহমদের পুত্র বকতার মিয়া।

তিনি আরও বলেন, আটক মাদক কারবারিকে জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন ধরে পলাতক আসামীর সহযােগীতায় দীর্ঘদিন যাবৎ বিভিন্ন কায়দায় ইয়াবা সংগ্রহ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন জায়গায় বিক্রি করে আসছে বলে স্বীকার করে।

গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে উখিয়া থানায় হস্তান্তরের কার্যক্রম চলমান এবং পলাতক আসামীকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে বলেও জানান র‍্যাবের এই কর্মকর্তা।

আরও খবর