কক্সবাজার জার্নাল ডেস্ক:
নোয়াখালীর বেগমগঞ্জ থেকে টিটু বাহিনীর সেকেন্ড ইন কমান্ড শীর্ষ সন্ত্রাসী জুয়েলকে (২৮) গ্রেফতার করেছে পুলিশ। তার কাছ থেকে দুইটি বিদেশি পিস্তল ও ৯ রাউন্ড গুলি জব্দ করা হয়েছে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম।
আজ বেলা ১১টায় পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসপি জানান, তাকে অস্ত্র আইনে মামলা দিয়ে বিচারিক আদালতে সোপর্দ করা হয়েছে।
গ্রেফতার জুয়েল উপজেলার আলাইয়ারপুর ইউনিয়নের একাব্বরপুর গ্রামের আব্দুর রবের ছেলে। শুক্রবার (১ অক্টোবর) দুপুরে তাকে অস্ত্র মামলায় গ্রেফতার দেখিয়ে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।
এর আগে, বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৩টায় উপজেলার আলাইয়ারপুর ইউনিয়নের একাব্বরপুর গ্রামের আলী মিঝি বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-