রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যার ঘটনায় ‘লম্বা সেলিম’ গ্রেফতার

ইমাম খাইর •


রোহিঙ্গাদের শীর্ষ নেতা মাস্টার মুহিবুল্লাহ হত্যার ঘটনায় মোহাম্মদ সেলিম উল্লাহ প্রকাশ লম্বা সেলিম (২৭) নামের একজনকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (১ অক্টোবর) সকাল ১১ টার দিকে কুতুপালং ক্যাম্প-৬ থেকে তাকে গ্রেফতার করে এপিবিএন সদস্যরা।

সংবাদের সত্যতা নিশ্চিত করেছেন ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) অধিনায়ক মোঃ নাইমুল হক।

তিনি জানান, মুহিবুল্লাহ হত্যার ঘটনায় জড়িত সন্দেহে মোহাম্মদ সেলিম প্রকাশ লম্বা সেলিমকে গ্রেফতার করে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, বুধবার (২৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে কুতুপালং ক্যাম্পের লম্বাশিয়ায় অবস্থিত এআরএসপিএইচ কার্যালয়ের সামনে অস্ত্রধারীদের গুলিতে নিহত হন মুহিবুল্লাহ।

এ ঘটনায় ২৫ জনকে অজ্ঞাত আসামি দেখিয়ে বৃহস্পতিবার রাতে উখিয়া থানায় মামলা করেন ছোট ভাই হাবিবুল্লাহ।

আরও খবর