আবদুল্লাহ আল আজিজ, কক্সবাজার জার্নাল •
কক্সবাজারের উখিয়ায় বিজিবির সাথে বন্দুকযুদ্ধে এক মাদক কারবারি নিহত হয়েছে। তবে তার পরিচয় পাওয়া যায়নি। এসময় ঘটনাস্থল থেকে ৫০ হাজার ইয়াবা ও দেশীয় তৈরি অস্ত্র উদ্ধার করা হয়।
বুধবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উখিয়া উপজেলার ২নং রত্নাপালং ইউনিয়নের করইবুনিয়া এলাকার এ ঘটনা ঘটে।
কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ কক্সবাজার জার্নালকে এ তথ্য নিশ্চিত করে বলেন, মিয়ানমার থেকে একটি ইয়াবার চালান প্রবেশ করবে এমন সংবাদে টহল জোরদার করে বিজিবি। এসময় টহলরত বিজিবি সদস্যরা চার-পাঁচজনের একটি দলকে প্রবেশের চেষ্টাকালে তাদের থামানোর সংকেত দেয়া হয়।
কিন্তু তারা না থেমে বিজিবির অবস্থান টের পেয়ে এলোপাথাড়ি গুলি ছুড়ে। আত্মরক্ষার্থে বিজিবিও পাল্টা গুলি চালালে তারা পালিয়ে যায়।
পরবর্তীতে টহল দল ঘটনাস্থলে অজ্ঞাতনামা এক ব্যক্তিকে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখে তার জীবন রক্ষার্থে চিকিৎসার জন্য উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘােষণা করেন। গোলাগুলির ঘটনায় একজন বিজিবি’র সদস্য আহত হয়েছে, তাকে উখিয়া হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ কক্সবাজার জার্নালকে আরও বলেন, গুলিবিদ্ধ অবস্থায় আহত ব্যক্তিকে উদ্ধার করে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার পরিচয় সম্পর্কে কোন তথ্য প্রদান করেনি। গোলাগুলির ঘটনায় একজন বিজিবি’র সদস্য আহত হয়েছে, তাকে উখিয়া হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনাস্থল থেকে ৫০ হাজার ইয়াবা, ১টি দেশীয় তৈরী শর্ট গান ও ২ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান বিজিবির এ কর্মকর্তা।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-