নিজস্ব প্রতিবেদক •
দ্বিতীয় ধাপে কক্সবাজারের রামু সদরের সাথে উখিয়া উপজেলার ৫ টি ইউনিয়ন পরিষদের নির্বাচন আগামী ১১ নভেম্বর নির্ধারণ করে তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
২৯ সেপ্টেম্বর রাত ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া উপজেলা নির্বাহী অফিসার নিজাম উদ্দিন আহমেদ।
আরও পড়ুন: যেসব ইউপিতে ভোট ১১ নভেম্বর
এদিকে নির্বাচনী তফসিল ঘোষণার খবরে দিনব্যাপী আগ্রহী প্রার্থী ও ভোটারদের মাঝে আমেজ বিরাজ করতে দেখা গেছে।
এ ব্যাপারে উখিয়া উপজেলা নির্বাচন অফিসার মুহাম্মদ ইরফান উদ্দিন জানিয়েছেন, রামু সদরের সাথে উখিয়াকে অন্তর্ভুক্ত করা হয়েছে। বিষয়টি গণবিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেয়া হবে।
আরও পড়ুন : সন্ত্রাসীদের গুলিতে রোহিঙ্গা নেতা মুহিব উল্লাহ নিহত
ভোটাররা যাতে নির্বিগ্নে ভোট কেন্দ্রে যেতে পারে ইতোমধ্যে সে লক্ষে বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন এবং ঝুঁকিপূর্ণ দিক গুলো সমাধানে কাজ শুরু করেছে উপজেলা নির্বাচন অফিস।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-