মুফিজুর রহমান, নাইক্ষ্যংছড়ি :
বান্দরবানের নাইক্ষ্যংছড়ির বাইশারীতে দেশীয় তৈরী অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) রাত দেড়টার দিকে বাইশারী ইউনিয়নের ২৮০নং আলীক্ষ্যং মৌজাস্থ লেদুখালের পাশে একটি রাবার বাগানের খামার থেকে একটি দেশীয় তৈরী লম্বা বন্দুক ও তৈরীর সরঞ্জাম উদ্ধার করে এসআই মোহাম্মদ গোলাম মোস্তফার নেতৃত্বে নাইক্ষ্যংছড়ি থানা ও আলীক্ষ্যং ক্যাম্প পুলিশের একটি দল। তবে এ সময় কাউকে আটক করতে সক্ষম হয়নি পুলিশ।
পুলিশ জানিয়েছে, বিভিন্ন মামলার পলাতক আসামী আবু বক্কর ছিদ্দিকের তত্ববধানে ছিল রাবার বাগানের ওই খামারটি।
নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আলমগীর হোসেন জানান, পুলিশের অভিযানে বাইশারী ইউনিয়নের আলীক্ষ্যং মৌজার একটি রাবার বাগানের খামার থেকে একটি দেশীয় তৈরী লম্বা বন্দুক ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
এ সময় অপরাধীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব না হলেও এই রিপোর্ট পাঠানো পর্যন্ত সংশ্লিষ্ট আইন ও ধারায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় ওসি।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-