চট্টগ্রাম •
চট্টগ্রামের আগ্রাবাদে ড্রেনে পড়ে নিখোঁজ ১৯ বছর বয়সী এক তরুণীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
এর আগে রাত সাড়ে ১০ টার দিকে বাবার সাথে আগ্রাবাদ থেকে চশমা কিনে ফেরার পথে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল উদ্ধারের কাজ শুরু করে।
ফায়ার সার্ভিস জানায়, সাদিয়া নামে চট্টগ্রাম ইসলামীয়া কলেজের এই শিক্ষার্থী চশমা কিনে বাসায় ফেরার পথে, চৌমুহনী এবং আগ্রাবাদের মাঝামাঝি এলাকার একটি ড্রেনে পা পিছলে পড়ে যায়। সাথে থাকা সাদিয়ার বাবাও মেয়েকে বাঁচাতে ঝাপ দেন ড্রেনে। কিন্তু খোঁজ না পেয়ে খবর দেন ফায়ার সার্ভিসে।
চট্টগ্রাম ফায়ার স্টেশনের স্টেশন কর্মকর্তা কফিল উদ্দিন জানান, নিখোঁজ ছাত্রীর বয়স ১৩ বছর। খবর পেয়ে ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ করে।
ফায়ার সার্ভিস কর্মকর্তারা আরও জানান, স্রোতের পাশাপাশি ড্রেনের মধ্য প্রচুর ময়লা আবর্জনা থাকায় উদ্ধার কাজে কিছুটা বেগ পেতে হয় তাদের।
উল্লেখ্য, গত মাসের ২৭ আগষ্ট নগরীর মুরাদপুর এলাকায় জলাবদ্ধতার সময় ড্রেনে পড়ে যান সালেহ আহম্মেদ নামে এক সবজি ব্যবসায়ী। এক মাসেও খোঁজ মেলেনি তার।
নগরে জলাবদ্ধতার সময় গত ছয় বছরে নালা-নর্দমা ও খালে পড়ে অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে দুজন মারা যান গত ৩০ জুন। ওই দিন নগরের মেয়র গলি এলাকায় খালে পড়ে সিএনজি চালক ও এক যাত্রীর মৃত্যু হয়।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-