উখিয়ায় ১৪ এপিবিএন সদর দপ্তর উদ্বোধন

ইমরান আল মাহমুদ:
উখিয়ায় ১৪ এপিবিএনের সদর দপ্তর উদ্বোধন করেন অতিরিক্ত আইজিপি মোশারফ হোসেন বিপিএম।

রবিবার(২৬ সেপ্টেম্বর) সকাল টায় ১৪ এপিবিএন অতিরিক্ত আইজি মোশারফ হোসেন, বিপিএম উখিয়ার হিজলিয়াতে ১৪ এপিবিএন অধিনায়কের কার্যালয় উদ্বোধন ও পুলিশ লাইন্স পরিদর্শন করেন। পরিদর্শন প্যাড়েড গ্রহন করার পর তিনি ভাড়া করা ভবনে তৈরী বিভিন্ন অফিস ও ব্যারাক পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন।

এদিকে,১৪ এপিবিএন অতিরিক্ত আইজি পৌঁছালে ফুলেল শুভেচ্ছা জানান কক্সবাজার ব্যাটালিয়ন এসপি নাঈমুল হক।

পরিদর্শন শেষে অতিরিক্ত আইজি বলেন, ১৪ এপিবিএন এর সদর দপ্তর রোহিঙ্গা ক্যাম্প এর কাছাকাছি হওয়ায় রোহিঙ্গা ক্যাম্পের আইন শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আরো সহজ হবে। এসময় উপস্থিত সকলকে পেশাদারিত্বের সাথে কাজ করার নির্দেশ প্রদান করেন। পরে রোহিঙ্গা ক্যাম্পের পরিস্থিতি পরিদর্শন করেন তিনি।

এসময় ১৪ এপিবিএন অধিনায়ক মোহাম্মদ নাইমুল হক, ৮এপিবিএন অধিনায়ক মো. শিহাব কায়সার খান, ১৬ এপিবিএন অধিনায়ক তারিকুল ইসলাম
সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আইজিপি’র নির্দেশে কক্সবাজার হলিডে মোড়ে থাকা ১৪এপিবিন সদর দপ্তর ও পুলিশ লাইন্স এ মাসের শুরুর দিকে উখিয়া’র হিজলিয়াতে স্থানান্তর হয়েছে।

আরও খবর