আবদুল্লাহ আল আজিজ, কক্সবাজার জার্নাল •
কক্সবাজারের উখিয়ায় অভিযান পরিচালনা করে ১০ হাজার পিস ইয়াবাসহ দুইজন মাদক কারবারীকে গ্রেফতার করেছে র্যাব-১৫।
২৫ সেপ্টেম্বর (শনিবার) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার কুতুপালং এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
র্যাব-১৫ সিনিয়র সহকারী পরিচালক মিডিয়া এন্ড অপারেশন আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী এ তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের চৌকস আভিযানিক দল অভিযান পরিচালনা করলে কুতুপালং শাহপুরী হাইওয়ে থানার দক্ষিণে বিপু বড়ুয়ার এর দোকানের সামনে থেকে দুইজন ব্যক্তি কৌশলে পালিয়ে যাওয়ার প্রাক্কালে র্যাব তাদের ধাওয়া করে আটক করে। পরবর্তীতে তাদের ব্যাগ তল্লাশি করে ১০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
আটক দুই মাদক কারবারি হলেন, টেকনাফের হোয়াইক্যংয়ের রায়কং এলাকার মোহাম্মদ আলমের পুত্র মোহাম্মদ কামাল হোছন (৩০) ও উখিয়ার জালিয়াপালংয়ের মাদারবনিয়া এলাকার জাফর আহাম্মদের পুত্র মুসলিম মিয়া (৩৫)।
এদিকে আটক দুই মাদক কারবারিকে জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবত পরস্পর যোগসাজসে ইয়াবা সংগ্রহ করে কক্সবাজারের বিভিন্ন জায়গায় বিক্রি করে আসছে বলে স্বীকার করে।
গ্রেফতারকৃত আসামীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র্যাবের এই কর্মকর্তা।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-