আবদুল্লাহ আল আজিজ, কক্সবাজার জার্নাল •
কক্সবাজারের উখিয়ায় অভিযান পরিচালনা করে ১০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে র্যাব-১৫।
২৪ সেপ্টেম্বর (শুক্রবার) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সোনারপাড়া বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
কক্সবাজার র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া এন্ড অপারেশন) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী কক্সবাজার জার্নালকে এ তথ্য নিশ্চিত করে বলেন, গােপন সংবাদের ভিত্তিতে উপজেলার জালিয়াপালং ইউপিস্থ সােনারপাড়ার ইমাম হােসেন স্টোরের পার্শ্বে ইয়াবা বিক্রির জন্য অপেক্ষায় থাকা যুবককে আটক করে। পরবর্তীতে তার হাতে থাকা পলিথিনের ব্যাগ তল্লাশি করে ১০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
আটক যুবক জালিয়াপালং ইউনিয়নের সোনারপাড়া এলাকার ছমির উদ্দিনের ছেলে সৈয়দ নুর (১৯)।
এদিকে, আটক আসামীকে জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ সে এ ব্যবসার সাথে জড়িত এবং কক্সবাজারসহ সারাদেশে ইয়াবা বিক্রি করে বলে স্বীকার করে।
গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র্যাবের এই কর্মকর্তা।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-