যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই

ইমরান আল মাহমুদ:
মাদক থেকে যুব সমাজকে দূরে রাখতে উখিয়া উপজেলার জালিয়াপালং লম্বরী পাড়ায় জালাল খান ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

শুক্রবার(২৪ সেপ্টেম্বর) বিকেলে অনুষ্ঠিত ফাইনাল খেলায় প্রধান অতিথি ছিলেন উখিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সোলতান মাহমুদ চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,উখিয়া উপজেলার যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। খেলায় জয় পরাজয় থাকবে। সবাই সুন্দর খেলা উপহার দিয়ে টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন করায় আয়োজক কমিটি ও খেলোয়াড়বৃন্দের প্রতি ধন্যবাদ জানায়।

খেলায় সভাপতিত্ব করেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মুহাম্মদ জাহাঙ্গীর আলম।

নির্ধারিত সময়ের খেলায় চরপাড়া বাছাই একাদশ ও চৌধুরী পাড়া ফ্রেন্ডশীপ একাদশ ১-১ গোলে সমতা হলে ট্রাইব্রেকারে চরপাড়া বাছাই একাদশকে হারিয়ে বিজয়ী হন চৌধুরী পাড়া ফ্রেন্ডস সোসাইটি।

ম্যাচসেরা নির্বাচিত হন চৌধুরী পাড়ার খেলোয়াড় মোহাম্মদ ইকবাল। টুর্নামেন্টের সেরা গোলদাতা নির্বাচিত হন চরপাড়া বাছাই একাদশের খেলোয়াড় মোহাম্মদ সাইফুল।

খেলায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা যুবলীগের সহ সভাপতি শাহজাহান গাজী, যুগ্ন সাধারণ সম্পাদক আবুল হোসেন আবু,ইমরুল কায়েস চৌধুরী, কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার,ক্রীড়াবিদ সানা উল্লাহ,২নং ওয়ার্ডের ইউপি সদস্য শামশুল আলম,হলদিয়া পালং ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য রফিক আহমদ,সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী নজরুল ইসলাম, ব্যবসায়ী সাকের উদ্দিন,মোহাম্মদ ইয়াসিন,মাহাবুব আহমদ শাকিল,কামাল উদ্দিন সোহাগ,ইমরান আল মাহমুদ,বেলাল, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম সোহাগ সহ প্রমুখ।

খেলা পরিচালনা করেন সালেক সোহেল। সহযোগিতায় ছিলেন মোহাম্মদ সালাম ও আরিফ।

আরও খবর