উখিয়ায় মাটি পাচারকালে ডাম্পার সহ আটক ১

জাহেদ হাসান :
কক্সবাজারের উখিয়ার বিভিন্ন স্থানে পাহাড় খেকো ও বালুখেকোদের বিরুদ্ধে সাড়াশি অভিযান চালিয়ে পাহাড়ের বালি ভর্তি একটি ডাম্পার সহ একজনকে আটক করেছে কক্সবাজার দক্ষিণ বনবিভাগের উখিয়া রেঞ্জের থাইংখালী বন বিট।

শুক্রবার(২৪ সেপ্টেম্বর ) দুপুরে থাইংখালী বন বিট কর্মকর্তা মোঃ রাকিব হোসাইন নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।

থাইংখালী বিট কর্মকর্তা মোঃ রাকিব হোসাইন জানান,কিছু প্রভাবশালী ব্যক্তি ওই এলাকা থেকে অবৈধ উপায়ে বালি উত্তোলন ও পাহাড়ের মাটি পাচার করে আসছিল।এমন সংবাদের ভিত্তিতে উখিয়া রেঞ্জের থাইংখালী বিটের স্টাফদের নিয়ে তেলখলা এলাকায় অভিযান পরিচালনা করে অবৈধভাবে সংরক্ষিত বনের এলাকা থেকে পাহাড়ের বালি মাটি পরিবহনের কালে একটি ডাম্পার গাড়ি এবং একজন আসামী আটক করা হয়। আটককৃত ডাম্পার উখিয়া উপজেলা অফিসে হেফাজতে রাখা হয়েছে।

উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম বলেন, বালি মাটি সহ জব্দকৃত ডাম্পার গাড়ির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি এই অভিযান অব্যাহত থাকবেন বলেও নিশ্চিত করেন।

আরও খবর