নিজস্ব প্রতিবেদক •
কক্সবাজার সদরের পিএমখালীতে ধান কাটার সময় বোমাসদৃশ দুটি বস্তু পেয়েছেন কৃষকরা। বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে পিএমখালীর ধাওনখালী এলাকায় বস্তু দুটি পাওয়া যায়।
জমির মালিক আমান উল্লাহ বলেন, কৃষকরা ধান কাটতে গিয়ে পরিত্যক্ত অবস্থায় বোমাসদৃশ দুটি বস্তু দেখে খবর দিলে আমি লোকজন নিয়ে তা তুলে আনি। বস্তু দুটির ওজন ১৫/১৬ কেজি হবে বলে ধারণা করছি। পুলিশে খবর দেওয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুনীরুল গিয়াস বলেন, বোমাসদৃশ দুটি বস্তু পাওয়ার খবর পেয়ে ঘটনাস্থলের দিকে রওনা হয়েছি। পরে বিস্তারিত জানা যাবে।
এদিকে এলাকাবাসী বলছে, যে জায়গায় বস্তু দুটি পাওয়া গেছে সেখানে ব্রিটিশ নৌঘাঁটি ছিল। ধারণা করা হচ্ছে সে সময় ব্রিটিশ নৌবাহিনী এগুলো ফেলে চলে গিয়েছিল।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-