নিজস্ব প্রতিবেদক •
মায়ের সঙ্গে অভিমান করে কিশোরের ‘আত্মহত্যা’ কক্সবাজারে
কক্সবাজার সদরের চৌফলদন্ডীতে মো. রকিব (১৬) নামের এক কিশোরের আত্মহত্যার খবর পাওয়া গেছে।
নিহত মো. রাকিব ওই ইউনিয়নের কালু ফকিরপাড়া গ্রামের শামশুল আলমের পুত্র।
বুধবার (২২ সেপ্টেম্বর) রাতের কোন একসময় পরিবারের সদস্যদের অগোচরে ওই কিশোর আত্মহত্যা করেছে বলে জানিয়েছে তার মা গৃহিণী আঞ্জুমান আরা।
স্থানীয় ইউপি সদস্য মোস্তফা কামাল জানান, রাতে তুচ্ছ বিষয়ে মা ছেলের মধ্যে কথাকাটাকাটি হয়। এতে রাকিব অভিমান করে রাতের কোন এক সময় গলায় দড়ি বেঁধে বাড়ির পাশে একটি গাছে ঝুলে আত্মহত্যা করে।
এস আই হালিম জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি প্রাথমিকভাবে আত্মহত্যা বলেই মনে হচ্ছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা রজুর বিষয়টি প্রক্রিয়াধীন।
স্থানীয় ইউপি চেয়ারম্যান ওয়াজ করিম বাবুল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘মায়ের সাথে অভিমান করে মো. রাকিব আত্মহত্যা করেছে।’
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-