কক্সবাজারে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

নিজস্ব প্রতিবেদক •

কক্সবাজার শহরে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ইয়াবা সহ দুইজন মাদক কারবারি গ্রেফতার করেছে।

২২ সেপ্টেম্বর বুধবার রাত সোয়া ১১টার সময় এ অভিযান চালানো হয়।

অভিযানে গ্রেফতারকৃতরা হলো-কক্সবাজার সদরের সদর গাজীর ডেইল এলাকার মৃত নেছার আহম্মদের পুত্র মোঃ শাহী ইকবাল (৩২) এবং বড় ডেইল এলাকার মৃত আব্দুর রহিমের পুত্র মোহাম্মদ ফারুক (২৮)।

ডিবি পুলিশ জানায়,বুধবার গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশের একটি টিম শহরের কলাতলীর লাইট হাউজ রোডের নিরালা বীচ রিসোর্টে অভিযান চালায়। এসময়

রিসোর্টের নীচতলার ১১১ নং কক্ষ হতে উপস্থিত স্থানীয় জনগন ও সাক্ষীদের সামনে ১ হাজার ৪৮০ পিচ ইয়াবা সহ দুইজন মাদক কারবারি গ্রেফতার করে।

শেষ খবর পাওয়া পর্যন্ত গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

আরও খবর