প্রেস বিজ্ঞপ্তি •
আমি কমরুদ্দিন মুকুল। উখিয়া প্রেসক্লাবের দুই-দুইবার নির্বাচিত সাধারণ সম্পাদক। আমি মারাও যায়নি ও বিদেশও যায়নি এবং কাউকে ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্বও দেয়নি। আমি নিয়মিতভাবে উখিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছি।
কথিত বিজ্ঞপ্তিতে আমার বিরুদ্ধে যে অনাস্থা উস্থাপনের কথা লিখেছে তাহা জঘণ্য মিথ্যা, ভুয়া এবং বানোয়াট।
আমার বিরুদ্ধে অনাস্থা উস্থাপনের মাধ্যমে আমাকে যদি স্বীয় পথ থেকে অব্যহতি প্রদান করে থাকলে আমি অদ্যবদি পর্যন্ত কোনো অব্যহতি পত্র পাইনি।
আমি প্রেসক্লাবের গঠনতন্ত্র মোতাবেক এখনো স্বীয় পদে বহাল আছি। এই মিথ্যা এবং ভুয়া ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দায়িত্ব অর্পণ শীর্ষক সংবাদে কাউকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ করছি।
নিবেদক,
আপনাদেরই আস্থাভাজন
কমরুদ্দিন মুকুল
সাধারণ সম্পাদক, উখিয়া প্রেসক্লাব।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-