গিয়াস উদ্দিন ভুলু,কক্সবাজার জার্নাল •
টেকনাফ সীমান্ত প্রহরী বিজিবি সদস্যরা এক মাদক ব্যবসায়ীর বসতবাড়ী থেকে ১০ কোটি টাকা মুল্যের ২ কেজি ক্রীস্টাল মেথ আইস উদ্ধার করেছে।
এসময় মাদক কারবারে জড়িত ২০ বছর বয়সী এক যুবককে আটক করতে সক্ষম হয়েছে বিজিবি।
আটক যুবক হচ্ছে,টেকনাফ সদর ইউপি ১নং ওয়ার্ড মিঠাপানিরছড়া এলাকার সোনা মিয়ার পুত্র মো: মুজিব(২০)।
২২ সেপ্টেম্বর (বুধবার) রাত ৭টার দিকে প্রেস বার্তার মাধ্যমে উক্ত অভিযানের সত্যতা নিশ্চিত করে টেকনাফ ২ বিজিবি অধিনায়ক লে: কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান (বিজিবিএম-পিএসসি) জানান, গোপন সংবাদের তথ্যের মাধ্যমে জানতে পারি টেকনাফ সদর ইউপি মিঠাপানির ছড়া এলাকায় মাদক ব্যবসায় জড়িত এক বসত বাড়ীতে ইয়াবার চেয়ে বহুগুন শক্তিশালী ক্রীস্টাল মেথ মাদক মওজুদ রয়েছে।
উক্ত সংবাদের তথ্য অনুযায়ী একই দিন (বুধবার) দুপুর ১টার দিকে বিজিবির একটি চৌকষ দল উক্ত বসতবাড়ীতে অভিযানে গেলে বিজিবির উপস্থিতি টের পেয়ে বাড়ির পিছন দিয়ে সন্দেহ জনক এক যুবক পালানোর চেষ্টা করলে বিজিবি সদস্যরা ধাওয়া করে তাকে আটক করে।
এরপর তার স্বীকারোক্তি মোতাবেক বসতবাড়ীর সিলিং’র ভিতরে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ২ কেজি ক্রিস্টাল (আইস) মাদক উদ্ধার করতে সক্ষম হয়।
উদ্ধাকৃত মাদকসহ আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহন করার জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-